সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে মুরগীর ঘর থেকে জোর পূর্বক মুরগী বের করার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চার জন আহত হন।এব্যাপারে ছালেক উদ্দিন মোল্লা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।।অভিযোগ সুত্রে জানা যায়,গত রবিবার বিকালে গোদাগাড়ী গ্রামের আব্দুল করিম বিশুর মুরগীর ঘর থেকে জোর করে একটি মুরগী বের করে। মুরগীটি বের করার সময় বাধা দিলে আছবা বেওয়ার সাথে করিমের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আইয়্যুব মোল্লার নেতৃত্বে ৮ থেকে ১০জন লোক একতা বদ্ধ হয়ে লাঠি-সোডা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় আব্দুল করিম বিশু(৫০),পারুল বেগম(৫৫),শেফালি বেগম(৪২)কবিতা বেগম(২৮) আহত হন। আহত অবস্থায় তারা সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি হন।তাদের মধ্যে গুরুতর আহত হওয়ায় আব্দুল করিম বিশুকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতরা উপজেলার নারচী ইউনিয়নের গোদাগাড়ী গ্রামের বাসিন্দা।ঘটনার পর একইদিন রাতে ওই ঘটনার জেরকে কেন্দ্র করে সুপারীর বাগান থেকে প্রায় ১শ’টি সুপারীর গাছ উক্ত আসামীরা কেটে ফেলে। সারিয়াকান্দি থানার পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।