মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে রোমেনা আফাজ মুক্ত মঞ্চে বন্ধন শিল্পী গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার বিকেলে বন্ধন শিল্পী গোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি নির্মলেন্দু রায়ের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সিনিয়র সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালামের আমন্ত্রণ বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক এইচ আলিমের সঞ্চালনায় সংগঠনের শিল্পী আব্দুল ওয়াদুদের কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সংগঠনেরর অন্যান্য শিল্পীরা বিজয়ের নানা গান পরিবেশন করেন।