শনিবার পঞ্চগড় জেলা বিএনপির গণমিছিলে পুলিশের গুলিতে নিহত বোদা উপজেলা বিএনপির স্বাস্থ্য সম্পাদক ও ময়দানদিঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ আরেফিনের গায়েবানা জানাজা বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসাবে রবিবার বিকেলে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বাদ আছর নবাববাড়ি সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বগুড়া-৪ আসনের সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন চাঁন, বিএনপির নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ-উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, জেলা কৃষক দলের আহবায়ক সাইফুল ইসলাম রনি, সদস্য সচিব এনামুল হক সুমন, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জানাজা নামাজ পরিচলনা করেন জেলা মৎসজিবি দলের আহবায়ক ময়নুল হক বকুল।