আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানার অধীনে কানে হেডফোনে গান লাগিয়ে গান শোনার সময় ট্রেনের সাথে ধাক্কা খেয়ে প্রাণ গেল সাগর হোসেন (২৬) নামের এক যুবকের। গত শনিবার রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী উত্তরা ট্রেনের সাথে আত্রাই স্টেশন সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন রাজশাহী জেলার বাঘা উপজেলার অরিফপুর মিয়াবাড়ী গ্রামের আশরাফ আলীর ছেলে।
নিহত সাগর হোসেনের শ্বশুড় বাহাদুর শেখ জানায়, খেজুর গাছ থেকে রস সংগ্রহ, গুড় তৈরী ও বিক্রয় করার জন্য জামাই সাগর হোসেন সহ আরো ৫জন গত তিন মাস পূর্বে আত্রাই পুরাতন রেল স্টেশন সংলগ্ন স্থানে একটি ঝুপড়ি ঘর নির্মান করে বসবাস শুরু করে। । জামাতা নিহত সাগর হোসেন প্রতিদিন দিনের বেলা খেজুর গাছে রস সংগ্রহের কাজ শেষে রাতে কানে হেড ফোন লাগিয়ে রেল লাইনের ধারে বসে গান শোনে। প্রতিদিনের ন্যায় এদিন কানে হেড ফোন লাগিয়ে গান শুনতে বের হয়। কিন্তু অনেক সময় অতিবাহিত হয়ে গেলেও ফিরে না আসায় আমরা খোঁজাখুঁজি করতে থাকি। এক পর্যায়ে রেল লাইনের পার্শ্বে মুখ ও কানে রক্তাক্ত অবস্থায় উপর হয়ে পরে থাকতে দেখে আত্রাই উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। সাগরের পরে থাকা স্থান থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং সান্তাহার রেলওয়ে থানায় খবর দেওয়া হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, ধারনা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় মাথায় ও পায়ে আঘাত প্রাপ্ত হয়ে সে মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। গতকাল রবিবার লাশ ময়না তদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।