বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে কৃষি ঋণ মেলা – ২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এর আয়োজনে গত সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রয়াত্ব ৪ টি ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড, রুপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং জনতা ব্যাংক লিমিটেড মেলায় স্থাপিত চারটি স্টলে কৃষি খাতে তাদের ব্যাংকিং কার্যক্রম তুলে ধরেন এবং কৃষকদের হাতে কৃষি ঋণের চেক তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, সোনালী ব্যাংক লিমিটেড বদলগাছী শাখার ম্যানেজার মোঃ রাশেদ, রুপালী ব্যাংক লিমিটেড বদলগাছী শাখার ম্যানেজার রিংকু কুমার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।