দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে কঠোর পরিশ্রম করতে হবে। সরকারের সঠিক পলিসি বাস্তবায়নে কাজ করতে হবে, তাছাড়া দেশ পিছিয়ে পড়বে। একটি মহল প্রপাকান্ড চালাচ্ছে এ বিষয়ে সকল শ্রেণি পেশার মানুষকে সজাগ থাকতে হবে। বৈশ্ববিক মন্দার কারণে আমাদেরকেও কৃচ্ছতা সাধণ করতে হবে। বিশ্বের উন্নত দেশের মতো দুর্নীতি দমন করতে পারলে আরও ২শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে আমার দেশ সক্ষম হবে। এক্ষেত্রে সকলের চরিত্র পরিবর্তন করতে হবে তৃণমুল থেকে। এ উপজেলায় দায়িত্বশীল সকলের মাঝে যে সমন্বয়ের কথা শুনলাম এতে আমি মুগ্ধ। এ সমন্বয়ের মাধ্যমে উপজেলায় খাদ্যে ভেজাল রোধ ও শিক্ষার বিষয়ে অধিকতর কাজ করতে হবে। এই সমন্বয় করেই সমাজের ভালো কাজ করে এলাকার উন্নয়ন সাধন করা সম্ভব। রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) মোঃ জিয়াউল হক দুপচাঁচিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ইউনিয়ন পরিষদ, স্কুল ও আশ্রয়ন প্রকল্প দিনব্যাপী পরিদর্শন শেষে বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও সুমন জিহাদীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, সহকারী কমিশনার(ভূমি) রুপম দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আক্তার, মৎস্য কর্মকর্তা মকছেদ আলী প্রমুখ।