ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে মঙ্গলবার বেলা ১২টায় মিশন চার্জে আদিবাসি খৃষ্টান সম্প্রদায়ের প্রাক বড়দিন উদযাপন উপলক্ষে কেক-কাটা, আলোচনা সভাসহ বড়দিন উদযাপনে সরকারি অনুদানের অর্থ বিতারন করা হয়েছে। এতে মিশন আদিবাসি চার্জের সভাপতি উত্তম মার্ডির সভাপতিত্বে- প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বার্হী অফিসার রাফিউল আলম। এ ছাড়াও অন্যাণ্যদের মধ্যে বক্তব্য রাখেন,হিন্দু ও আদিবাসি খৃষ্টার সম্প্রদায়ের সভাপতি মনোরনজন সাহা ও উপজেলা ভাইস চেয়ারম্যান রশিনা সরেন এবং মিলটন মলিলকসহ আরো অনেকে। এর আগে যিশুর জম্মদিনের কেক কেটে অনুষ্ঠানের অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।