বগুড়ায় ১৭-২২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১০ টায় বগুড়া শহরের রহমান নগরস্থ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বেলুন উড়িয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। এ উপলক্ষে এক উদ্বোধনী সভা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার(ক্লিনিক) ডাঃ মোঃ মুনছুর রহমান এবং সঞ্চালনা করেন মেডিকেল অফিসার(সিসি) ডাঃ মোঃ শামসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহনাজ পারভীন, সহকারী পরিচালক (পঃপঃ) প্রসেনজিৎ প্রণয় মিশ্র এবং সহকারী পরিচালক (সিসি) ডাঃ আব্দুল মান্নান মিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-পরিবার পরিকল্পনা বিভাগের অনেক ভাল কাজ আছে কিন্তু তার প্রচার নাই। ভাল কাজগুলো প্রচারে আনতে হবে, জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে। তিনি মাঠ পর্যায়ে বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে সেবা কেন্দ্রগুলোতে আধুনিক মানের ডেলিভেরী সেবা প্রদানের পরামর্শ দেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যশিক্ষা বাড়ানোর পরামর্শ দেন।