গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ ১৬ই ডিসেম্বর শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রী কলেজের আয়োজনে আলোচনা সভা ও ভলি-ব্যাডমিন্টন খেলা শেষে পুরস্কার বিতরন করা হয়েছে। অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ লুৎফর রহমান এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক নজমুল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফজলার রহমান, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুল জব্বার, প্রভাষক কবির আহম্মেদ, শিক্ষক আমিনুল ইসলাম রাঙ্গা সহ সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। শেষে বিজয়ীদলের হাতে পুরস্কার বিতরন করা হয়।