বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় আড়ম্বরপূর্ণ ভাবে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস -২০২২ পালন করা হয়েছে। এই দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে বদলগাছী থানা পুলিশের সদস্যরা ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করেন। এরপর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান। এরপর একে একে বদলগাছী থানা পুলিশ, বিভিন্ন দপ্তর,রাজনৈতিক দল,শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৮ টায় স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মার্চ পাস্ট, শারিরীক কসরত ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বাদ জুমুয়া উপজেলা পরিষদ মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিকাল ৪টায় প্রীতি ফুটবল খেলা এবং সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সকল অনুষ্ঠান মালায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সম্পাদক আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন ।