শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়া লেখক চক্রের আয়োজনে এক আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়। গত বুধবার সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক করতোয়া’র সম্পাদক মোজাম্মেল হক। স্বাগত বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এডভোকেট পলাশ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি-প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, সরকারী আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল কবি ও প্রাবন্ধিক খৈয়াম কাদের, কলেজ শিক্ষক সমিতি, বগুড়া জেলার আহবায়ক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, দিশারী ফুডস এর নির্বাহী পরিচালক কবি এম রহমান সাগর এবং কবি মাহমুদ হোসেন পিন্টু। উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি শিবলী মোকতাদির, কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল, কবি আবু রায়হান, মাহবুব এ ইলাহী মিঠু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএম আনিছুর রহমান।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নিবেদিত কবিতা পাঠ করেন কবি মতিয়ার রহমান, ছড়াকার আমির খসরু সেলিম, কবি সাফওয়ান আমিন, কবি শৈবাল নূর, মারুফা আক্তার এবং কবিতার বুলবুল।