সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে সকাল ৮টায় শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা এবং সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সহ সভাপতি আতিকুর রহমান মিঠু, সহ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, সহ সভাপতি আসাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, দপ্তর সম্পাদক এইচ আলিম, পাঠক পণ্য পাঠশালার সাধারণ সম্পাদক কবি জয়ন্ত দেব, গীতিচর্চা সঙ্গিতালয়ের সভাপতি তাপসী দে, আবু শাহেদ, মকবুল হোসেন, ছড়াকার আমির খসরু সেলিম, রুবলে মিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।