রাজশাহীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা বলেছেন, বিনা ভোটের স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ভীতু হয়ে বিএনপির সদ্য অনুষ্ঠিত গণসমাবেশগুলোতে একের পর এক বাধা সৃষ্টি করে ও হামলা চালায়। সাম্প্রতিকসময়ে তাদের এই হামলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহেযাগী সংগঠনগুলোর অন্তত ১০ জন নেতাকর্মী নিহত হয়েছেন। তারা বলেন, এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। তাদের হাতে দেশ ও দেশের জনগণ নিরাপদ নয়। এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই। তাই কঠোর আন্দোলনের মাধ্যমেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হবে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর ভুবন মোহন পার্ক সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে নেতারা এসব কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম-আহ্বায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, দেলোয়ার হোসেন ও বজলুল হক মন্টু। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা।
সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ঢাকার গণসমাবেশ বন্ধ করতে সরকার পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে বহু আহত ও একজনকে হত্যা করেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিজ বাড়ি থেকে রাতের অন্ধকারে গোয়েন্দারা তুলে নিয়ে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। অবৈধ সরকারের এই কার্যকলাপ দেখে দাতা সংস্থা ও জাতিসঙ্ঘ উদ্বেগ জানিয়ে চিঠি পার্ঠিয়েছে। এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই। কঠোর আন্দোলনের মাধ্যমেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতা মিনু।