নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ-বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামে সকাল ১১ টার সময় কৃষক মোঃ সাইফুল হাজীর বাড়ীর উঠানেই দেখা গেলো অনেক কৃষকের জমায়েত। একটু কাছে যেতেই দেখা গেলো প্ল্যান্ট ডক্টর মোবাইল টিমের সদস্যগণ কৃষকদের কৃষি সেবা প্রদান করছেন। লাউয়ের ফল পঁচা, লিচুর মাকড়, মরিচের পাতা কুকড়ানো, ধানের সমস্যাসহ নানা ধরনের কৃষি বিষয়ক সমস্যা নিয়ে এসেছেন আশেপাশের প্রায় ৩৫-৪০ জন কৃষক। কৃষি সেবাকে আরো সহজীকরণ এবং কৃষকের দোড়গোড়ায় পৌঁছে দিতে উপজেলা কৃষি অফিসের এক ব্যতিক্রমী উদ্যোগ ‘ প্ল্যান্ট ডক্টর মোবাইল টিম’। এই টিমের প্রধান কাজ ভ্রাম্যমান কৃষি সেবা প্রদান করা। সেবাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ফসলের রোগবালাই ও পোকামাকড়ের প্রেসস্ক্রিপশন দেয়া, আধুনিক কৃষি প্রযু্িক্ত ও জাত সম্প্রসারণ, কৃষি আবহাওয়া সম্পর্কে সচেতন করা, নিরাপদ ও জৈব কৃষি উপকরণ প্রদর্শণ, কৃষি উদ্যোক্তা গঠন, কৃষি লিফলেট বিতরণসহ আধুনিক ও রপ্তানীমূখী কৃষি গড়ে তোলা। উপজেলা কৃষি অফিসার মোঃ আদনান বাবুর নেতৃত্বে এই মোবাইল টিমে নিয়মিত যুক্ত আছেন কৃষি সম্প্রসারণ অফিসার অপূর্ব ভট্টাচার্য্য, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রুহিদ হাসান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ নজরুল ইসলাম, এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসার মোঃ জহুরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন সময়ে এই মোবাইল টিমে যুক্ত থেকে সেবা প্রদান করে থাকেন কৃষি বিশেষজ্ঞগণ। প্রতি সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে একটি ইউনিয়নের কৃষকদের দিনব্যাপী সেবা কার্যক্রম পরিচালিত হয়। ইউনিয়ন পরিষদ চত্বর, হাট-বাজারের পাশে, রাস্তার মোড়ে যেখানে কৃষকদের জমায়েত বেশী হয় এমন জায়গা গুলোতে ‘ প্ল্যান্ট ডক্টর মোবাইল টিম’ কৃষি সেবা প্রদান করে থাকে। এছাড়াও এই টিম মাঠে কর্মব্যস্ত কৃষকদের সরাসরি উপস্থিত থেকে দন্ডায়মান ফসলের বিভিন্ন রোগ-বালাই ও পোকামাকড় দমনে পেসস্ক্রিপশনসহ কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করে থাকে। গত বছরের অক্টোবর হতে চালু হওয়া এই কার্যক্রমের মাধ্যমে কৃষকসহ নানা শ্রেণীপেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। এখন পর্যন্ত প্রায় ২,০০০ কৃষক-কৃষানী এই সেবার আওতায় এসেছেন এবং এটি অব্যাহত আছে। প্ল্যান্ট ডক্টর মোবাইল টিমে কি কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে , সে সম্পর্কে জানতে চাইলে বেশকিছু কৃষক জানান, এর আগে নন্দীগ্রাম উপজেলায় অনেক কৃষি কর্মকর্তারা ছিলেন কিন্তু, আদনান বাবুর মত এত সুন্দর করে কৃষি বিষয়ে আমাদের নন্দীগ্রামের কৃষিকে কেউ উপহার দিতে পারেন নাই। আদনান বাবু আমাদের মাঝে প্রতি সপ্তাহে একবার করে এসে এই প্ল্যান্ট ডক্টর মোবাইল টিমের সকল অফিসারদের সাথে নিয়ে আমাদেরকে সকল বিষয়ে পরামর্শ প্রদান সহ আমাদের পাশে রয়েছে। এবিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষিবিদ আদনান বাবু বলেন, প্রতি সপ্তাহের একটি নিদৃষ্ট দিনে একটি ইউনিয়নের কৃষকদের দিনব্যাপী সেবা কার্যক্রম পরিচালিত করি। ইউনিয়ন পরিষদ চত্তর, হাট-বাজারের পাশে, রাস্তার মোড়ে যেখানে কৃষকদের জমায়েত বেশী হয় এমন জায়গা গুলোতে ‘ প্ল্যান্ট ডক্টর মোবাইল টিম’ নিয়ে কৃষকদের কৃষি সেবা প্রদান করে থাকি। এছাড়াও এই টিম মাঠে কর্মব্যস্ত কৃষকদের সরাসরি উপস্থিত থেকে দন্ডায়মান ফসলের বিভিন্ন রোগ-বালাই ও পোকামাকড় দমনে পেসস্ক্রিপশনসহ কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করে আসছে ‘ প্ল্যান্ট ডক্টর মোবাইল টিম’।