বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা ইউনিট কমান্ডের প্রতিষ্ঠাতা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোজাহিদী ফারুক (এস এম ফারুক) রবিবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী এবং দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এস এম ফারুক দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভূগছিলেন। কিছুদিন আগে স্ট্রোক আক্রান্ত হওয়ার পর থেকে তিনি বগুড়া শহরে কামারগাড়ি এলাকায় নিজ বাসভবনে শয্যাশায়ী ছিলেন। রবিবার সকাল পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়। রবিবার বাদ আসর বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবন মাঠে জানাজা নামাজ শেষে তাকে নামাজগড় গোরস্থানে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন জানান, এস এম ফারুক ১৯৭২ সালে মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠার সময় বগুড়া জেলা ইউনিট কমান্ডের প্রতিষ্ঠাতা কমান্ডার ছিলেন। মরহুমের ছোট ছেলে সৈয়দ আহনাফ তাজওয়ার জানান, বীর মুক্তিযোদ্ধা এস এম ফারুক ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেন। তিনি ওই দলটির বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ১৯৭৯ সালে অনুষ্ঠিত দ্বিতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।