সারিয়াকান্দি ( বগুড়া) প্রতিনিধিঃ সারিয়াকান্দিতে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জায়গা নিয়ে দু’পক্ষের বিরোধের জের ধরে আঞ্জু মনোয়ারা নামে এক মহিলার এক চালা ঘর ভাংচুর করে জোড় পূর্বক দখল করেছে প্রতিপক্ষের লোকজন । গত বুধবার রাতে উপজেলার দেবডাঙ্গা এলাকায় এঘটনা ঘটে । এব্যাপারে দেবড্ঙ্গা গ্রামের ছামসুল ইসলাম শ্যামলের স্ত্রী আঞ্জু মনোয়ারা বুধবার রাতেই সারিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করেছেন । অভিযোগ সুত্রে জানা গেছে, বসত বাড়ির জমি নিয়ে আঞ্জু মনোয়ারার সাথে তার প্রতিবেশী শাহীনুরের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে । এরই জের ধরে গত বুধবার রাতে শাহীনূরের স্ত্রী রুমানা বেগম বহিরাগত লোকজন নিয়ে এসে জোড়পূর্বক টিনের চালা ঘর ভেঙ্গে ফেলে এবং পাশের জমির ফসলের ক্ষতি করে। এছাড়াও আঞ্জু মনোয়ারা বেগমকে সেখান থেকে উচ্ছেদের হুমকি দেয়া হয় ।