গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে শুক্রবার মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্নীতি দমন কমিশন এর সহযোগিতায় ও উপজেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান-আল-ইমরান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সৈয়দ আহমদ কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামানের সভাপতিত্বে ওসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মজনুর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদক উপজেলা কমিটির সহ-সভাপতি মোরশেদ খাজা, সদস্য আব্দুস সবুর পিন্টু, মাসুম মিয়া, জুলফিকার আলী, রোজিনা আকতার নাইছ, সুজন-সুশাসনের জন্য নাগরিক গাবতলী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, নেপালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ারুল ইসলাম টিটু প্রমূখ।