বরেণ্য কবি, শিল্প-সাহিত্যের ছোটকাগজ ‘শব্দ’ সম্পাদক, লিটন ম্যাগাজিন আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব সরোজ দেবের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন হয়েছে। শুক্রবার বেলা ১১ থেকে ১২টা পর্যন্ত শহরের সাতমাথায় বগুড়া লেখক চক্রের আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা ওই মানববন্ধনে কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ, নাগরিক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক বজলুল করিম বাহার, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ কবি খৈয়াম কাদের, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সহ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা ও সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, উদীচী, বগুড়ার সভাপতি মাহমুদুস সোবহান মিন্নু, কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এড. পলাশ খন্দকার, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা রাণী সরকার পূর্ণিমা, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি শিবলী মোকতাদির, সাংবাদিক হেদায়েদুল ইসলাম বাবু, কবি সিকতা কাজল, কবি আবু রায়হান, দিশারী ফুডসের নির্বাহী পরিচালক এম রহমান সাগর এবং সাংস্কৃতিককর্মী অলোক পাল। সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক এইচ আলিম।
এ সময় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, ছড়াকার আমির খসরু সেলিম, কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল, শিল্পী এস এম বেলাল হোসেন, শিক্ষক মারুফা আক্তার, কবি সাফওয়ান আমিন, কবি রবিউল আলম অশ্রু, সাংস্কৃতিক কর্মী লুবনা জাহান, নাট্যকর্মী শাহাদাত হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা কবি সরোজ দেবের ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানান। সেই সঙ্গে সরোজ দেবের জীবনের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।