বুধবাব বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, ৩য় বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) বগুড়া মাসুম আলী বেগ, বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন সিআইপি, যুগ্ম সম্পাদক সৈয়দ সার্জির আহম্মেদ টিপু, কোষাধ্যক্ষ-শামীম কামাল শামীম, নির্বাহী সদস্য- ইমদাদুল হক রতœ, জামিলুর রহমান জামিল, শফিকুল ইসলাম বাবু, সহিদুল ইসলাম স্বপন, জাকিয়া সুলতানা আলেয়া।উদ্বোধনী খেলায় জ¦লেশ^রীতলা ইয়ং স্টার ক্লাব ৩উইকেটে আরএকে স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। টসে হেরে আরএকে স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করে ২৫ ওভারে ৮উইকেট হারিয়ে ১৩৬রান করে। দলের পক্ষে রাহাত-৩১, পাপন-২৪, মনির-১৭ রান করে। প্রতিপক্ষের বোলার রাজু-৩টি, স্বাধীন-২টি, নেহাল-২টি করে উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে জ¦লেশ^রীতলা ইয়ং স্টার ক্লাব ২৪.১ ওভারে ৭উইকেটে হারিয়ে ১৩৭ রান করে। দলের পক্ষে পারভেজ-৩৪, তরিকুল-২১, বিপুল-১৯রান করে। প্রতিপক্ষের বোলার সিজার-৪, নাঈম-২টি করে উইকেট লাভ করে।