নীলফামারী জেলা প্রতিনিধি : “সোনালী আঁশের সোনার দেশ-পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় নাবী পাট বীজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার (০৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা হল অডিটরিয়ামে ইউএনও বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও জেলা পাট কর্মকর্তা এটিএম তৈবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো: আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো: সেকেন্দার আলী, উপজেলা পাট কর্মকর্তা মো: দরিবুল্যা সরকার সহ ডিলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন নাবী পাট চাষীরা উপস্থিত ছিলেন। বক্তরা চাষীদেরকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সাথে প্রশিক্ষণে অংশ গ্রহণকারী সবাইকে সম্মানী ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।