মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার আরুলিয়া বিমানবন্দর সংলগ্ন এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) একটি প্রশিক্ষক বিমান (পিটি-৬) জরুরি অবতরণ করেছে। সকাল ১০টা ৩৪ মিনিটে আরুলিয়া বিমানবন্দরের ফ্লাইং ইন্সট্রাক্টর স্কুল থেকে উড়োজাহাজটি উড্ডয়ন করে। আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষক বিমানের পাইলট গ্রুপ ক্যাপ্টেন মাহবুব ও স্কোয়াড্রন লিডার হালিমুর নিরাপদে আছেন। সূত্র : ইউএনবি