আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরের মেঝে ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় মেঝে ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। আদমদীঘি উপজেলা পরিষদ কর্তৃক ৩ লাখ টাকা ব্যয়ে মেঝে ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, সহ-সভাপতি দিব্যেন্দু কুমার দুলাল, প্রকৌশলী অফিসের কার্যসহকারী বিকাশ দেবনাথ, ইউপি সদস্য মুকুল সরদার, মন্দির কমিটির নেতা কাঞ্চন সরকার, মদন মোহন সরকার, পঙ্কজ কুমার সরকার, মৃনাল চন্দ্র সরকার,উজ্জল সরকার সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।