আগামী ৩ নভেম্বর বিএনপির রাজশাহী বিভাগের গনসমাবেশ সফল করার লক্ষ্যে বগুড়া জেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির উদ্দ্যোগে আগামী ৩ নভেম্বর বিএনপির রাজশাহী বিভাগের গনসমাবেশ সফল করার লক্ষ্যে বগুড়া জেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাশার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, জিয়া পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, জাহিদুল ইসলাম,সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান এবং বিভিন্ন উপজেলা ও পৌর বিএনরি সভাপতি- সাধারণ সম্পাদক সহ বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বগুড়া জেলা বিএনপির যৌথ সভা শেষে অসুস্থ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাড. একেএম মাহবুবর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।