দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় বিভিন্ন এলাকার ভ্যান, ব্যাটারী চালিত অটোভ্যান ও ইজিবাইক থেকে পৌরসভার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে প্রতিদিন ১০টাকা করে টোল আদায় করে আসছে। এ অবৈধভাবে টোল আদায় বন্ধের দাবীতে ২৮সেপ্টেম্বর বুধবার মানববন্ধন করা হয়েছে। অটোভ্যান চালকদের আয়োজনে সকাল ১০টা হতে সাড়ে ১০টা পর্যন্ত তালোড়া রেলঘুমটি এলাকায় তালোড়া-বগুড়া রাস্তার পাশে আধাঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন তালোড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাজু, সহসভাপতি জাহাঙ্গীর আলম নজু, আ’লীগ নেতা শহীদুল ইসলাম, অটোভ্যান চালক নজরুল ইসলাম, জহুরুল ইসলাম, এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আব্দুর রহিম, আদম আলী, রতন প্রাং, তালোড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী রনি সহ অটোভ্যান চালকগণ। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, এ অবৈধ টোল আদায় বন্ধ করতে হবে। অন্যথায় পরবর্তীতে বড় ধরনের আন্দোলন করা হবে। মানববন্ধন শেষে অবৈধ টোল আদায় বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর নিকট স্মারকলিপি প্রদান করেন। এব্যাপারে তালোড়া পৌরসভার মেয়র আমিরুল ইসলাম বকুল মুঠোফোনে বলেন, পৌরসভার উন্নয়নে বিধি মোতাবেক দরপত্রের মাধ্যমে টোল আদায়ের জন্য ইজারা প্রদান করা হয়েছে। ছোট পৌরসভা হওয়া সত্বেও বিভিন্ন উন্নয়নমূলক কাজ সহ সকল কর্মকর্তা-কর্মচারীর বেতন ভাতাদি নিয়মিত পরিশোধ করে আসছি। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভার এ উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাঁর বিরুদ্ধে ভ্যান চালকদের লেলিয়ে দিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী মুঠোফোনে স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌরসভা কর্তৃক টোল আদায়ের বিষয়টি বিধি মোতাবেক না হলে সংশ্লিষ্ট মন্ত্রলাণয়ে পত্র প্রেরণ করবো।