দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ বগুড়া জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন গোলাম রববানী মহলদার। তিনি দুপচাঁচিয়া উপজেলার ধাপসুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত ২১সেপ্টেম্বর নির্ধারিত বিচারক প্যানেলের মাধ্যমে বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জেলার ১২টি উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের মধ্যে বিভিন্ন বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মকান্ড এবং শিক্ষক হিসাবে তাঁদের দক্ষতা মূল্যায়ন করা হয়। মূল্যায়ন শেষে দুপচাঁচিয়া উপজেলার ধাপসুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রববানী মহলদারকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত করা হয়। প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান চৌধুরীর সাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রসঙ্গতঃ ইতিপূর্বে উক্ত প্রধান শিক্ষক গোলাম রববানী মহলদার ২০১৯সালে উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও ২০১৬, ২০১৭ ও ২০১৮সালে তাঁর বিদ্যালয় পরপর তিনবার উপজেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে মনোনীত হয়েছিল।