দিনাজপুর জেলা প্রতিনিধি: চিরিরবন্দর উপজেলায় ৭নং আউলিয়াপুকুর ইউনিয়ন পশ্চিম মাহাদানী গ্রামের সাইফুল ইসলাম এর বসতবাড়ি থেকে ২ কেজি গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ ২ জনকে গ্রেফতার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
সোমবার রাত প্রায় ১২ টার দিকে চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ এর দিক নির্দেশনায় এসআই মোঃ আলমগীর হোসেন,এসআই মোঃ ইমদাদুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ চিরিরবন্দর ৭নং আউলিয়াপুকুর ইউনিয়ন পশ্চিম মাহাদানী গ্রামে সাইফুল ইসলাম এর বসতবাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করার হয় ।
গ্রেফতার কৃত আসামিরা হলেন- মোঃ সাইফুল ইসলাম (৪২) পিতা মৃত্যু আজিজার হোসেন, মোঃ মকবুল হোসেন (৬০) পিতা মৃত কোবার উদ্দিন, থানা চিরিরবন্দর,জেলা দিনাজপুর।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ বজলুর রশিদ এ তথ্যটি জানায়।
২৫/০৯/২০২২ খ্রিঃ, ধারাঃ ৩৬ (১) টেবিলের ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।