মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে সমতলের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ভূমির অধিকার আদায়ের আন্দোলনের নেতা আলফ্রেড সরেনের সমাধিস্থল উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ভীমপুরে আলফ্রেড সরেন পল্লীতে অবস্থিত আলফ্রেড সরেনের সমাধিস্থলে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন ষাটের দশকের ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী। বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরীর ব্যাক্তিগত অর্থায়নে এ উন্নয়ন কাজ হচ্ছে বলে জানাগেছে। এ উপলক্ষে দুপুরে সমাধিস্থলে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় নেতা ওয়াজেদ পারভেজ, বাসদের জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, জহির রায়হান চলচ্চিত্র সংসদের নেতা রায়হান ওরফে বাহাদুর, সাংবাদিক ফরিদুল করিম, আলফ্রেড সরেনের বোন রেবেকা সরেন, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ প্রমুখ। সমাবেশের শুরুতে আলফ্রেড সরেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আলফ্রেড সরেনের সমাধিস্থল উন্নয়ণ কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল বলেন, সমাধিস্থল উন্নয়নের পাশাপাশি ওইখানে একটি প্রাক প্রাথমিক বিদ্যালয়, পাঠাগার ও ক্ষুদ্র নৃ গোষ্ঠীর গবেষকদের থাকার জন্য একটি গেস্ট হাউজ নির্মানের পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য ২০০০ সালের ১৮ আগস্ট কুখ্যাত জোতদার হাতেম ও গদায়ের লাঠিয়াল বাহিনীর ভীমপুর পল্লীতে হামলা চালিয়ে লুটপাট, অগ্নিসংযোগ ও সমতলের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ভূমির অধিকার আদায়ের আন্দোলনের নেতা আলফ্রেড সরেনকে নৃসংশভাবে হত্যা করে। এ নৃসংশ ঘটনায় সে সময় দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠে।