শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়া-৭(শাজাহানপুর-গাবতলী)আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু’র কুশপুত্রলিকা দাহ ও তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগ। বিক্ষোভ সমাবেশ থেকে এমপি বাবলুকে শাজাহানপুরে অবাঞ্চিত ঘোষনা করা হয়। বৃহষ্পতিবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু’র দিকে পিস্তল তাক করে ভয়ভীতি প্রর্দশন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, যুবলীগ নেতা ঈমাম হোসেন এবং শ্রমিকলীগ কর্মী শহিদুলের ওপর হামলার প্রতিবাদে মাঝিড়া বন্দরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে ঢাকা-বগুড়া মহাসড়কের উপরে এমপি রেজাউল করিম বাবলু’র কুশপুত্রলিকা দাহ করে নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম তালেবের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল খালেক মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাছির উদ্দিন বাবলু, মাহফুজার রহমান বাবলু, জহুরুল ইসলাম, সাইফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা, ইমরান হোসেন, বগুড়া শহর আওয়ামীলীগ নেতা ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লা আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্লা, জুলকার নাইম, দপ্তর সম্পাদক সেলিমুজ্জামান, প্রচার সম্পাদক আসাদুজ্জামান লিটন, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি সুলতান আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি আবু জাফর সিদ্দিকী রিপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিয়াউল হক জুয়েল, ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, শ্রমিকলীগের সভাপতি রুবেল সরকার, সাধারণ সম্পাদক নুরুন্নবী তারেকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা এমপি বাবলুকে অবাঞ্চিত ঘোষনা করে অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, সকল অনিয়ম ও দুর্নীতির তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানান।