আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় বগুড়ার আদমদীঘিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ও কর্মচারিরা। বৃহস্পতিবার দিনব্যাপী ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমির হোসেন, অফিস সহকারি নূর আলম ও অফিস সহায়ক আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
জানা যায়, জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারি কল্যাণ পরিষদ।
পিআইও আমির হোসেন জানান, জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা পদের আপগ্রেডেশন, পিআইও পদ আপগ্রেডেশন, কর্মচারিদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ, পদোন্নতি, চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণের এ পাঁচটি দাবি নিয়ে অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদ আন্দোলন করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়েছে।