সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচীতে পুলিশের গুলিবর্ষন ও আ’লীগ সন্ত্রাসী বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে রবিবার বিকেলে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উপজেলা বিএনপির প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি এ্যাড.নূর এ আজম বাবু,সাধারণ সম্পাদক আতাউর রহমান,যুগ্ম-আহ্বায়ক সিরাজুল ইসলাম ফুল,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ,মহিদুল ইসলাম,আমিরুল মোমিন পিন্টু,বিএনপি নেতা সাখাওয়াত হোসেন ডাবলু,লুৎফর রহমান,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক,তরিকুল ইসলাম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ আরো অনেকে।