সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান রবিবার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে । উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মমতাজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর বেগম প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন ,উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ । আলোচনা সভা শেষে ৩জন সফল মৎস্য চাষীকে ক্রেষ্ট প্রদান করা হয় । এর আগে এক র্যালি বের হয় । র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয় ।