মোকামতলা (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা এর সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি টিম ইং গত শুক্রবারত রাত আনুমান সারে ৭টার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা হইতে সোনাতলা রোড়ে পাকা রাস্তার মাথায় লক্ষি বেকারী নামক দোকানের উত্তর পাশে রাস্তার উপর হইতে ২০(বিশ) বোতল ফেন্সিডিলসহ আসামী মোঃ হাফিজুল ইসলাম(৩১), পিতা-মোঃ মশিয়ার রহমান, সাং-কোবারু (বুড়িরহাট), থানা-পরশুরাম, জেলা-রংপুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া শিবগঞ্জ থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামী মোঃ হাফিজুল ইসলাম (৩১) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০২টি মামলা রয়েছে।