বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই সকাল সাড়ে ১১ টায় উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম। তিনি সাংবাদিকদের মাধ্যমে সকলের অবগতির জন্য বলেন,সারা দেশের ন্যায় বদলগাছীতেও ২৩ থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ অাড়ম্বরপূর্ণ ভাবে পালন করা হবে। তিনি বলেন,বদলগাছী উপজেলায় মৎস্যজীবির সংখ্যা ৯৩০ জন,মৎস্য চাষীর সংখ্যা ২২৫০ জন, মৎস্য জীবি সমবায় সমিতির সংখ্যা ২৭ টি, মৎস্য চাষি সমবায় সমিতির সংখ্যা ০১ টি, পোনা ব্যবসায়ীর সংখ্যা ৭৪ টি, মৎস্য আড়ত ১৩টি, মাছের হাট বাজার ১৯ টি, মৎস্য অভয়াশ্রম ৩ টি,নার্সারির সংখ্যা ২৫ টি, মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তি ৪৫০ কেজি,বাৎসরিক মাছের চাহিদা ৪৭৭৬.৮৪ মেট্রিক টন, বাৎসরিক মাছের মোট উৎপাদন ৬০৪২ মেট্রিক টন, বাৎসরিক মাছের মোট উদ্বৃত্ত উৎপাদন ১২৬৫.১৬ মেট্রিক টন। তিনি আরো বলেন,মৎস্য সম্পদ উন্নয়নে ১৫ টি আইন বাস্তবায়ন,হ্যাচারী নবায়ন ও নিবন্ধন ৩ টি,মৎস্য খাদ্য দোকান লাইসেন্স ১০ টি, মৎস্য খাদ্য পরীক্ষা ২ টি, ১৭০ জন মৎস্য চাষি, মৎস্য জীবি ও উদ্যোক্তাকে পরামর্শ প্রদান, বছরব্যাপী বিশেষ সেবা ৯০ জন,প্রদর্শনীর সংখ্যা ১৫ টি, প্রশিক্ষণ ২৫০ জন, বিকল্প কর্মসংস্থান ১৫ জন,অনলাইন গ্রোথ সেন্টার ১ টি সহ উপজেলার মৎস্য সম্পদ উন্নয়নে মৎস্য দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমাগীতে সেবার মান ও পরিমান আরো বৃদ্ধি পাবে বলে মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম মনে করেন। তিনি আরো বলেন, অত্র উপজেলায় ভিয়েতনামী শোল মাছ চাষ শুরু হয়েছে এবং অল্প সময়ে চাষীগণ প্রচুর লাভবান হচ্ছেন। দেশি প্রজাতির মাছ চাষও ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান। আগামীতে এই উপজেলায় উদ্বৃত্ত মৎস্য উৎপাদন আরো বহুগুন বেড়ে যাবে বলে তিনি সাংবাদিকদের অবহিত করেন। আগামী ৭ দিনব্যাপী মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচীতে সকলের সার্বিক অংশগ্রহণের জন্য তিনি আহবান জানান।