পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবির চেঁচড়া সীমান্তে ৩৬২ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ সাকিল(২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী চেচঁড়া গ্রামের মুকুল হোসেনের ছেলে । জয়পুরহাট র্যাব-৫, ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, শনিবার গভীর রাতে উপজেলার চেঁচড়া গ্রামে মুকুল হোসেনের বাড়ী তল্লাসী করে নেশা জাতীয় বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ মাদক ব্যবসায়ী সাকিল খানকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়।