বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন আদিবাসীদের অধিকার আদায় ভূমিহীন ও গৃহহীনদের ভূমি ও গৃহ পাবার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা, ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষনা, আদিবাসী ও নৃ-গোষ্ঠীর যে কেউ জমি দান করতে চাইলে এক্ষেত্রে হেবা দলিল সম্পাদন, সংসদে একজন আদিবাসীর কেবিনেট মন্ত্রী ও ৫টি সংরক্ষিত আসন দাবির প্রেক্ষিতে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শাখার নেতৃবর্গের সাথে ও শুক্রবার রাজশাহী ও রংপুর বিভাগের শাখা নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া শুক্রবার বিকেলে স্থানীয় প্রশাসন ও নেতৃবৃন্দের সাথে ভার্চুয়ালী আলোচনায় অংশ নেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সাংগঠনিক মতবিনিময় সভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি লিটন মার্ক লাকড়া এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খ্রীষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রনালয় ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি মি. নির্মল রোজারিও।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ সংগঠনটি আদিবাসী ও নৃ-গোষ্ঠীর ন্যায্য অধিকার এবং দাবী আদায়ে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার সরকার। এ সরকার ক্ষমতায় আসার পর হতে আমাদের দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করছে। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, অর্থ্যাৎ আমাদের সমস্যা ও দাবিগুলো সরকারকে জানালে অবশ্যই এর সুফল পাবো। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি এবং রাজশাহী ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মি. লুইস গমেজ, খ্রীষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের উপপরিচালক লিন্টাস রক রোজারিও। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মি. জুয়েল তির্কী এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী, সিরাজগঞ্জ জেলার সভাপতি নিখিল খাঁকা, বগুড়া ওয়াইএমসিএ এর উপদেষ্টা মি. দিলীপ মারান্ডী সহ প্রমুখ।