বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি প্রাপ্ত “পাহাড়পুর বৌদ্ধ বিহারকে দর্শক বান্ধব করার লক্ষ্যে” অংশীজনের সাথে মতবিনিময় সভা করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এ. খালিদ, এমপি। ২২ জুলাই সকাল সাড়ে ৯ টায় প্রতিমন্ত্রী মহোদয় পাহাড়পুর বৌদ্ধ বিহারে পৌঁছলে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। এরপর সকাল ১০ টায় পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘর সভাকক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত এর সভাপতিত্বে অনুষ্ঠিত পাহাড়পুর বৌদ্ধ বিহারকে দর্শক বান্ধব করার লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ -২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শহীদুজ্জামান সরকার বাবলু, নওগাঁ -৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম। অন্যান্যদের মাঝে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন, থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সম্পাদক ও পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, ট্যুরিষ্ট পুলিশের ওসি সাজেদুর রহমান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ইমরুল কায়েস, বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সম্পাদক হাসানুজ্জামান, পাহাড়পুরের স্থায়ী বাসিন্দা জহুরুল হক প্রমুখ। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সকল সমস্যার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং যেগুলো সম্ভব দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। এরপর দুপুর ১২ টায় পর্যটকদের প্রতি লক্ষ্য রেখে “হেরিটেজ ফুড কর্ণারের” উদ্বোধন করেন এবং সেখানে প্রতিমন্ত্রী সহ অন্যান্য অতিথি বৃন্দ মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।