পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীদের নিয়ে আইন শৃংখোলা ও আচরণ বিধি প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উক্ত মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম( সদ্য পুলিশ সুপার পদে পদন্নতিপ্রাপ্ত), সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোঃ হুমায়ন কবীর, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা, সকহারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব প্রমুখ।