সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে ২য় ধাপে ১১৫টি গৃহহীন – ভূমিহীন পরিবারের নিকট গৃহসহ জমি হস্তান্তর করা হয়েছে । বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬২২৯টি ভূমিহীন -গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধনের পর সারিয়াকান্দি উপজেলা পরিষদ হল রুমে ১১৫টি গৃহহীন – ভূমিহীন পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান । উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল বরিম মন্টু মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম,সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আকরামুল হক,পৌর মেয়র মতিউর রহমান মতি,মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম প্রমুখ।