বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ ৩০ টি গৃহহীন – ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। ভূমিহীন ব্যক্তিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার প্রকল্পের আওতায় আশ্রয়ন প্রকল্প -৩ এর ২য় ধাপে সারাদেশে ২৬,২২৯ টি গৃহহীন – ভূমিহীন পরিবারের মাঝে ২১জুলাই সকাল ১১ টায় সারা দেশের উপজেলার সাথে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে একযোগে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু,সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী মোস্তাফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, বদলগাছী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন প্রমুখ। এই ধাপে বদলগাছী সদর ইউনিয়নের আবাদপুর মৌজায় ৩০ টি গৃহহীন -ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদান করা হয় ।