নীলফামারী জেলা প্রতিনিধি: “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ৫০টি পরিবারের মাঝে গৃহের চাবি এবং জমির কাগজপত্র হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল নয়টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ২৬ হাজার ২শত ২৯ টি ভূমিহীন -গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের ভ্যার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এর শুভ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় নীলফামারীরা ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে ২৫ জন এবং ৯নং সোনারায় ইউনিয়নে ২৫ জনসহ দুই ইউনিয়নে মোট ৫০ জন ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে গৃহের চাবি এবং জমির কাগজপত্র হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রমিজ আলম”র সভাপতিত্বে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন এবং ৯নং সোনারায় ইউনিয়ন এর ৫০জন ভূমিহীন-গৃহহীন পরিবারের কাছে গৃহের চাবি এবং জমির কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, সহকারী কমিশনার ভুমি ও আশ্রয়ন-২ প্রকল্পের ভূমিহীন-গৃহহীন কার্যক্রমের সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস হ্যাপী, উপজেলা আ”লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল বাছেদ, ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন-নবী প্রমুখ।