নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত ২১শে জুলাই (বৃহস্পতিবার) সকাল ৯টায় নন্দীগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এক বর্নাঢ্য র্যালী নন্দীগ্রাম পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে নন্দীগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ও মেডিক্যাল অফিসার ডা. মোঃ বেলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। ঐ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ গোলাম মোস্তফা, পল্লি উন্নয়ন অফিসার মোঃ শাহ আলম, পিডিবিএফ এর ব্যবস্থাপক মোঃ ঈমান আলী, উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোঃ ফজলুল হক, মোঃ আসাদুল্লাহ, নিফুল চন্দ্র পাল, পরিবার কল্যাণ সহকারী মোছাঃ ফাতেমা বেগম, মোছাঃ খালেদা খানম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আবিদুর রহমান রুবেল, মোস্তাফিজুর রহমান, এনামুল হক, পরিবার পরিকল্পনা সহকারী আবু হাসান আল মামুন, পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছাঃ ফাহিমা খাতুন, মোছাঃ সেলিনা আক্তার প্রমুখ।