কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা কৃষি অফিসের আয়োজনে দেশের বিভিন্ন ফলের পরিচিতির জন্য দুপুরে কাহালু উপজেলা চত্বরে মজিবমঞ্চে ফল মেলার উদ্বোধন করা হয়। উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ ও উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা এই মেলাটির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।