সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন গৃহহীন ও ভূমিহীন ১১৫টি পরিবার । জমিসহ পাকা ঘর হস্তান্তর উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল বরিম মন্টু মন্ডল উপস্থিত ছিলেন । সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম স্থানীয় সাংবাদিকদের জানান, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে ২য় ধাপে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ডোমকান্দি গ্রামে গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ১১৫টি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী এক যোগে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তরের মাধ্যমে সারিয়াকান্দিতে সুফলভোগীদের মাঝে ঘর ও জমি হস্তান্তর করা হবে । তিনি আরো জানান, ইতোপূর্বে সারিয়াকান্দিতে ১ম ও ২য় পর্যায়ে এবং ৩য় পর্যায়ের ১ম ধাপে বিভিন্ন এলাকয় গৃহহীন ও ভূমিহীন ৩৩৮টি পরিবারের নিকট জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছিল । সংবাদ সম্মেলন শেষে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে ডোমকান্দি গ্রামে নির্মিত ১১৫টি ঘর পরিদর্শন করেন ।