বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা॥ দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নে ভিজিএফ ৫০ বস্তা চাল আটক ও চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের বিরুদ্ধে মামলার দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং বিধবা, মাতৃত্বকালীন ভাতা, চল্লিশ দিনের কর্মসূচীর টাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ইউপি সদস্য ও ইউনিয়ন বাসি বুধবার (২০ জুলাই) মানববন্ধন করেছে। সকাল ১১ ঘটিকায় বিরামপুর উপজেলা গেটের সামনে বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশে ৪নং দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন শেষে ইউএনওকে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসি। ঘন্টাব্যাপী মানববন্ধনে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে বক্তব্য রাখেন, ঐ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুল ইসলাম, আনারুল ইসলাম চৌধুরী, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিছুল ইসলাম, ১নং ওয়ার্ড সদস্য এখলাসুর রহমান, ৫নং ওয়ার্ড সদস্য একলাছুর রহমান, ইউপি সদস্য এন্তাজুল ইসলাম প্রমূখ। এতে ঐ ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।