নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে গত ২০শে জুলাই বেলা ১১ টায় নন্দীগ্রাম উজেলা পরিষদ হলরুমে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি শিফা নুসরাতের সভাপতিত্বে নন্দীগ্রাম উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে নন্দীগ্রাম উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের ভূমিহীন/গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করার লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ও উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আবু তাহের, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারিক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য আজ ২১শে জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে নির্মিত ঘরগুলো শুভ উদ্বোধন করবেন এবং এ পর্যায়ে নন্দীগ্রাম উপজেলাকে ‘ক’ শ্রেণি মুক্ত অর্থাৎ ভূমিহীন/গৃহহীন মুক্ত ঘোষনা করবেন।