বগুড়া জেলা গঠনের ২০০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উদ্যোগে শনিবার শহরের শহীদ টিটু মিলনায়তনে এ আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর এমেরিটাস ড. এ কে এম ইয়াকুব আলী। সভাপতিত্ব করেন বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সভাপতি ডা: সি এম ইদরিস। সংগঠনের সহ-সভাপতি রেজাউল হাসান রানুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন – জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, সাবেক মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শের আলী, ডা: মুশিহুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বি ডলার, কোষাধ্যক্ষ সৈয়দা তাহমিনা পারভীন শ্যামলী, কার্যনির্বাহী সদস্য রেজাউল বারী ঈসা, জিয়াউর রহমান, মো: সাইরুল ইসলাম প্রমুখ। সেমিনারে ‘বগুড়া কথা-দুই’ শীর্ষক স্মারকের মোড়ক উন্মোচন ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ‘বগুড়ার উন্নয়নে সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়ের উপর কি-নোট পেপার উপস্থাপন করেন অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল। এতে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ড. খালিকুজ্জামান ইলিয়াস। রিসোর্স পারসন হিসেবে ছিলেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ অধ্যাপক ড. মোহাম্মদ হাসনাত আলী। বিকেলে ‘বগুড়ার লোকজ সংস্কৃতির অতীত ও বর্তমান’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়ের উপর কি-নোট পেপার উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ। সভাপতিত্ব করেন পুণ্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক আ ন ম রেজাউল করিম। রিসোর্স পারসন ছিলেন বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাহিদুর রহমান ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা আহাদ তালুকদার। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।প্রসঙ্গত, দুই শ’ বছর আগে ১৮২১ সালের ১৩ এপ্রিল তৎকালীন বৃটিশ সরকার বগুড়া জেলা গঠন করেন।