নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলা ফুটবল লীগ-২১ টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল ৩ টায় নওগাঁ স্টেডিয়ামে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্ধোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন । ৯০ মিনিট খেলায় উদ্ধোধনী ম্যাচে নবারুণ সংসদ -অলিম্পিক ক্রিড়া সংসদ ১-১ গোলে ম্যাচ ড্র হয়। এ সময় জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মো. মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, সদর ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা প্রমুখ। এ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় সার্বিক পরিচালনায় ছিলেন প্রধান রেফারি মো. বেলাল হোসেন, সহকারী রেফারি শামীম আহম্মেদ, আব্দুল মমিন,মো. হোসাইন। এসময় বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে সবাই মিলে ফুটবল কে আরও সামনে এগিয়ে নিতে জেলা ফুটবল লীগ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ সময় ষ্টেডিয়ামে ফুটবল প্রেমী শত শত দর্শকের উপস্থিতি ছিলো। আগামী ২৭ নভেম্বর লাগাতার চলবে ১ম রাউন্ডের খেলা। নওগাঁর ৮টি দল এ খেলায় অংশগ্রহণ করবে।