কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে বগুড়ার কাহালু উপজেলায় ৮ ইউপি নির্বাচনের জন্য বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত মোট ৪১১ জন প্রার্থী রিটার্ণিং অফিসারের নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৪৩ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১০০ জন ও সাধারণ মেম্বার পদে ২৬৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি জানান, কাহালু সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১ জন ও সাধারন মেম্বার পদে ২৭ জন। কাহালু সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন, এনামুল হক মিঠু (আওয়ামীলীগ), পিএম বেলাল হোসেন (সতন্ত্র) ও মাওঃ আব্দুল মোমিন (সতন্ত্র)। বীরকেদার ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৩ জন ও সাধারণ মেম্বার পদে ২৫ জন। বীরকেদার ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন এস, এম আকরাম হোসেন (আওয়ামীলীগ), মোঃ রফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ ছেলিম উদ্দিন প্রাং (সতন্ত্র), মোঃ সিদ্দিকুল আলম মামুন (সতন্ত্র) ও মোঃ মোসলেম উদ্দিন (সতন্ত্র)। কালাই ইনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৩ জন ও সাধারণ মেম্বার পদে ৩৪ জন। কালাই ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন মোঃ আজাহার আলী (আওয়ামীলীগ), মোঃ এস, এম রফিকুল ইসলাম (সতন্ত্র), মোঃ ইব্রাহীম আলী সরকার (সতন্ত্র), মোঃ জোবায়দুল ইসলাম (সতন্ত্র) মোঃ জহুরুল ইসলাম (সতন্ত্র), মোঃ শাহাজাহান আলী (সতন্ত্র), মোঃ আবু তাহের সরদার (সতন্ত্র), মোঃ রুবেল হোসেন (সতন্ত্র) ও মোঃ মোজাফফর হোসেন (সতন্ত্র)। নারহট্ট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৯ জন ও সাধারণ মেম্বার পদে ৩৫ জন। নারহট্ট ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেন মোঃ রুহুল আমিন তালুকদার বেলাল (আওয়ামীলীগ), মোঃ আব্দুল মোমিন (সতন্ত্র), মোঃ আব্দুর রহিম প্রাং (সতন্ত্র) ও মোঃ রবিউল ইসলাম প্রাং রুবেল (সতন্ত্র)। পাইকড় ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৩ জন ও সাধারণ মেম্বার পদে ৩৬ জন। পাইকড় ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন মোঃ মিটু চৌধুরী (আওয়ামীলীগ), মোঃ আবুল কাশেম সরদার (সতন্ত্র), মোঃ আব্দুল করিম (সতন্ত্র) ও মোঃ আব্দুস সাত্তার প্রাং (সতন্ত্র)। মুরইল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৫ জন ও সাধারণ মেম্বার পদে ৩৯ জন। মুরইল ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন মোঃ হারেজ উদ্দিন প্রাং (আওয়ামীলীগ), আ, খ, ম তোফাজ্জল হোসেন (সতন্ত্র), মোঃ আব্দুল জলিল (সতন্ত্র), মোঃ আকমল হোসেন খান (সতন্ত্র) ও মোঃ মেহেরুল ইসলাম খান (সতন্ত্র)। মালঞ্চা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৪ জন ও সাধারণ মেম্বার পদে ৩৫ জন। মালঞ্চা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন মোঃ আব্দুল হাকিম (আওয়ামীলীগ), মোঃ এনামুল হক (ইসলামী আন্দোলন), শ্রী রিপন চন্দ্র সরকার (সতন্ত্র), মোঃ মুঞ্জুরুল হক তালুকদার সতন্ত্র) মোঃ নেছার উদ্দিন (সতন্ত্র), মোঃ আবু দাউদ (সতন্ত্র) ও মোঃ আব্দুল জোববার প্রাং (সতন্ত্র)। জামগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২ জন ও সাধারণ মেম্বার পদে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। জামগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন মোঃ মনোয়ার হোসেন (আওয়ামীলীগ), মোঃ হুমায়ন কবির খোকা (সতন্ত্র), মোঃ আলমগীর আলম (সতন্ত্র), রেজা মোঃ আশিকুর রহমান (সতন্ত্র), মোঃ মুঞ্জুরুল ইসলাম (সতন্ত্র) ও মোঃ খলিলুর রহমান (সতন্ত্র)। সুত্রমতে আগামী ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ৬ ডিসেম্বর প্রার্থী প্রত্যাহার ও ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।