গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়ন বিএনপির সম্মেলন’কে সামনে রেখে দল’কে আরো গতিশীল করতে গত সোমবার সন্ধ্যায় (২২শে নভেম্বর২১) স্থানীয় আহম্মেদপুর গ্রামে ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মত-বিনিময় সভা শেষে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থ্যতা এবং সোনারায় ইউনিয়ন বিএনপির আহবায়ক মরহুম মতিয়ার রহমান মতি’র রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজাহার আলী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক আশরাফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাগইল ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আবু আছাদ ও যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হিলু। কাগইল ইউনিয়ন ছাত্রদলের সদস্য আজিজুর রহমান উজ্জলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির নেতা রফিকুল ইসলাম, আজমল হোসেন শীষ, মশিউর রহমান পুটু, মিনহাজুল ইসলাম, মোরশেদ আল আমিন লেমন, ঈমান আলী, শফিকুল ইসলাম, আব্দুল খালেক, রায়হান, রেজাউল করিম, ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক, জফিরুল ইসলাম, খাইরুল ইসলাম, সামাদ, ইদ্রিস, হান্নান, মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা যুবদলের সদস্য ইব্রাহিম খলিলুল্লাহ, কাগইল ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুর রহমান সুলতান, সিনিয়র যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক আবু মুসা বাবুল, যুবদল নেতা রুহুল আমীন, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম, আবু জাফর, সিজার, নয়ন, ফুল মিয়া, শিপন মিয়া, কাগইল ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন মাছুম, যুগ্ম আহবায়ক রিপন মিয়া, ছাত্রদল নেতা রকি, রাকিব হাসান, সাবলু, রায়হান, রুহিন’সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ।