বগুড়া ইয়াং টাইগার্স ক্রিকেট ক্রিকেট একাডেমী আয়োজিত মোসলেম উদ্দিন স্মৃতি একাডেমী কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা আজ শনিবার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ফাইনাল খেলায় (জুনিয়র গ্রুপ) আয়ান একাদশ ৩১ রানে শিমুর একাদশকে পরাজিত কওে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ম্যাচ রবিউল। সিনিয়র গ্রুপের ফাইনাল খেলায় সম্পদ একাদশ ৫ উইকেটে রুদ্র একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ম্যান অব দ্যা ম্যাচ তাহমিদ। আম্পায়ার ছিলেন জিতু ও বিপুল। খেলা শেসে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য- খায়রুল আনাম পুলক, এ সময় উপস্থিত ছিলেন- একাডেমীর পরিচালক শাহেদুল ইসলাম ইসলাম রবি, সিরাজুল ইসলাম সাজু, কোচ ওয়ালিউর রহমান, জাহিদ ইকবার জিতু, হাসিবুজ্জামান বিপুর, খালেদ মাহমুদ রুবেল, রিফাত হাসান, রাশেদ আহম্মেদ, বৃষ্টি দাস, ক্লাব কর্মকর্তা মিম পোদ্দার। উক্ত টুর্ণামেন্টে ২১টি দল অংশগ্রহণ করে।